নেটফ্লিক্সের ২০০ মিলিয়ন ডলারের সিনেমায় ধানুশ

এনটিভি প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১৬:০০

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘দ্য গ্রে ম্যান’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। যেটি নেটফ্লিক্সের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা হবে। হলিউড ভিত্তিক গণমাধ্যম ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক গ্রিনি প্রথম উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন জো রুশো ও অ্যান্থনি রুশো। সিনেমাটি প্রযোজনা করছে তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান রুশো ব্রাদার্স। সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন ক্রিস ইভান্স, রায়ান গসলিং, ওয়াগনার মউরা, অ্যানা ডি আর্মাস, জেসিকা হেনউইক ও জুলিয়া বাটার্স। যদিও কে কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তা এখনো নিশ্চিত করা হয়নি।

এদিকে, ১৭ ডিসেম্বর এক টুইট বার্তায় নেটফ্লিক্স জানিয়েছে, সিনেমাটিতে দেখা যাবে তামিল সুপারস্টার ধানুশকে। এই তামিল তারকাও টুইটবার্তায় এই সিনেমায় অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us