'কানাডায় ১০০ মিলিয়ন ডলারের বাজার ধরতে চাই সরকারি উদ্যোগ'
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১৫:১৪
কানাডায় বাংলাদেশের জন্য ১০০ মিলিয়ন ডলারের একটি বাজার তৈরি হয়েছে অপ্রচলিত পণ্যের। বাংলাদেশ চাইলে এ বাজারটা পেতে পারে। সেজন্য বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারের নীতিগত সহায়তা বাড়াতে হবে।
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা নতুন এ বাজারের বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশের ব্যবসায়ী এবং সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
কানাডার বাংলা পত্রিকা 'নতুন দেশ'-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় টরন্টোর স্থানীয় সময় বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত 'শওগাত আলী সাগর লাইভে' তারা এ মত প্রকাশ করেন।
আলোচনায় অংশ নেন আলবার্টার অ্যাডমন্টন ম্যাকইউয়ান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রাফাত আলম, কানাডার মূলধারার বড় স্টোরগুলোতে বাংলাদেশি পণ্যের সরবরাহকারী শেখ সাদ আলম এবং নতুন প্রজন্মের উদ্যোক্তা রাফি সাইয়িদ।