দেশের ৬০ শতাংশ ব্যবসায়ী মনে করেন, ব্যাংক খাতের অবস্থা স্বাভাবিকের চেয়ে খারাপ। ২০১৯ সালের তুলনায় দেশের ব্যাংকগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে। বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা জরিপে অংশ নিয়ে এ দেশের ব্যবসায়ীরা এ মন্তব্য করেছেন। পাশাপাশি ব্যবসায়ীরা ব্যবসা–বাণিজ্যের ক্ষেত্রে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন প্রশাসনিক অদক্ষতাকে।
গতকাল বৃহস্পতিবার ২০২০ সালের বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা প্রতিবেদন (জিসিআর) ও বাংলাদেশ ব্যবসায় পরিবেশ সমীক্ষা প্রকাশ করা হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) পক্ষে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি (সিপিডি) জিসিআর প্রকাশ করেছে। ব্যবসায় পরিবেশ সমীক্ষা প্রতিবেদনটি সিপিডির নিজস্ব।