মন্দ নামে ডাকা মারাত্মক গুনাহ

ইত্তেফাক প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ০৭:০৫

একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিরচেনা একটা শব্দ হলো তার নাম। এমনকি মানুষটা মারা গেলেও তার নাম রয়ে যায় পৃথিবীর মানুষের মুখে। একটি সুন্দর নাম একজন মানুষের কাছে হীরার চেয়েও দামি সম্পদ। কিন্তু বর্তমান সমাজে নাম নিয়ে ব্যঙ্গ (ট্রল) করা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষ করে ফেসবুকে এবং বন্ধুবান্ধব মহলে একে অন্যের নামকে বিকৃত করে ডাকার প্রবণতা দিন দিন মহামারির মতো ছড়িয়ে যাচ্ছে। মানুষের নামকে বিকৃত করে কিংবা অপমানমূলক নামে ডাকা মারাত্মক গুনাহ এবং জঘন্য কাজ। আমরা অনেক সময় আড্ডার আসর জমাতে গিয়েও অন্যকে বিকৃত নামে ডেকে কথা বলে থাকি, যা ইসলাম অনুসারে অত্যন্ত গর্হিত এবং অন্যায় কাজ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us