কেরলে স্বস্তি বামেদের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ০৪:৩১

কেরলে পঞ্চায়েতের তিন স্তরেই বিপুল জয় হাসিল করল বামেরা। গ্রাম পঞ্চায়েত স্তরে ৯০০-র বেশি আসনের মধ্যে ৫১৩টিতে জয়ী হল তারা। আর সব চেয়ে উপরের স্তরে জেলা পঞ্চায়েতে (বাংলায় যা জেলা পরিষদ) ১৪টি জেলার মধ্যে ১০টিতেই জয়ী তারা। বাকি চারটি পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। বিধানসভা ভোটের কয়েক মাস আগে গ্রামীণ এলাকায় বামেদের এই ফল তাৎপর্যপূর্ণ বলেই ধরা হচ্ছে।

স্থানীয় প্রশাসনে নির্বাচনের যে ফল বৃহস্পতিবার পরিষ্কার হয়েছে, তাতে পুরসভায় তুলনায় ভাল ফল হয়েছে বিরোধী কংগ্রেসের। ইউডিএফ পেয়েছে ৪৫টি পুরসভা। শাসক এলডিএফের দখলে এসেছে ৩৫টি। পালাক্কাড ও পান্ডালম পুরসভায় জয়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। পাঁচ বছর আগের ১২টির জায়গায় ২৪টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে তারা। এইটুকু ছাড়া গেরুয়া শিবিরের হাতে বিধানসভা ভোটের আগে উৎসাহজনক রসদ নেই। যে ৬টি পুর-নিগমে ভোট হয়েছে, তার তিনটি করে জিতেছে এলডিএফ ও ইউডিএফ। ফলের জেরে বিধানসভা ভোটের আগে উজ্জীবিত বাম শিবির। কেরল কংগ্রেস (এম)-কে এলডিএফের শরিক করে নিয়ে আসার পরে তিন জেলায় বিরোধীদের টেক্কা দিয়েছে তারা। রাজ্যের অর্থমন্ত্রী ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য টমাস আইজ্যাকের মতে, ‘‘প্রমাণিত হল, বিকল্প বক্তব্য থাকলে
বিজেপির মেরুকরণের রাজনীতিকে হারানো যায়।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us