অসুস্থ মায়ের জন্য নাস্তা আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার শিশু!
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ০৪:৩০
মা অসুস্থ তাই সকালে বাসায় নাস্তা তৈরি হয়নি। ১০ বছর বয়সী রুপাকে (ছদ্মনাম) মা বললেন বাসার সামনের দোকান থেকে নাস্তা নিয়ে আসতে। মায়ের কথা মতো নাস্তা কিনে ফিরার পথে ছোট্ট রুপার দিকে কুনজর পড়ে পাশের বাড়ির জেঠা সম্পর্কিত মাসুদ মিজির (৫৫)।
মেয়েটি নাস্তা নিয়ে ফেরার পথে মাসুদ মিজি ফুসলিয়ে রুপাকে তার নিজ বাড়িতে নিয়ে যায়। ওই ব্যক্তি বাড়ির ভেতরে ফুল ভলিউমে টিভি ছেড়ে মেয়েটির জামা খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন মাসুদ মিয়ার আচরণে মেয়েটি চিৎকার দিলে তাকে টাকা দিয়ে বলে কাউকে কিছু না বলতে। পরে কাঁদতে কাঁদতে তার ঘর থেকে বের হয়ে আসে রুপা।