হাতের কব্জি কেটে ছিনতাই, নারী সহযোগীসহ ২ 'ছিনতাইকারী' গ্রেপ্তার
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ১৯:৪০
নরসিংদীতে এনজিও কর্মীর হাতের কব্জি কেটে দুই লাখ টাকা ছিনতাইয়ের এক দিনের মাথায় ছিনতাইকারী রুবেল মিয়া (২৬), বাদশা মিয়া (২২) এবং তাদের সহযোগী মাহাবুবা আক্তার মেরিনা (২২) ও মিঠি বেগমকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ডে বিশেষ অভিযান চালিয়ে এনজিও কর্মীর হাতের কব্জি কেটে টাকা ছিনতাই মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার সকলেই পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের মধ্যে রুবেলের নামে ৪টি, বাদশার নামে ৮টি এবং মিঠি বেগমের নামে ২টি মামলা চলমান রয়েছে। তাদের নরসিংদী সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।