কেরলের পুর- পঞ্চায়েত নির্বাচনে বাম জোটের বড় জয়, পিছিয়ে ক‌ং

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৮:৩২

২০২১ সালে কেরলে বিধানসভা নির্বাচন। তার আগে স্থানীয় নির্বাচনে বড় সাফল্য পেল বাম নেতৃত্বাধীন এলডিএফ। পঞ্চায়েতের বেশির ভাগ আসনে জয় পেয়েছে এই বাম জোট। এখনও পর্যন্ত যা ফলাফল তাতে মোট ৯৪১ গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৫১৬টি আসনে জিতে গিয়েছে বা এগিয়ে রেয়েছে এলডিএফ। এ ছা্ড়াও বাম জোট জয় পেয়েছে ১৪টির মধ্যে ১০টি জেলা পরিষদে এবং ১৫২টির মধ্যে ১০৮টি ব্লক পর্যায়ের পঞ্চায়েতে। কেরলের ছ’টি কর্পোরেশনের মধ্যে তিনটিতেই জিতে গিয়েছে বা এগিয়ে রয়েছে বাম জোট।

বুধবার থেকেই আভাস পাওয়া গিয়েছিল, এ বারেও কেরলের স্থানীয় নির্বাচনে লাল ঝড় দেখতে চলেছে দেশ। মোটামুটি সেই দিকেই ইঙ্গিত করছে ফলাফল। এখনও চূড়ান্ত ফলাফল সর্বত্র ঘোষিত না হলেও বামেদের জয় এককথায নিশ্চিত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us