শীর্ষ পদে পুরুষের থেকে নারী বেশি, জরিমানা প্যারিসের সিটি হলের!
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৭:১৩
এ যেন উল্টা বিপদ। নানা দেশে নারীদের উত্থান, চাকরি ক্ষেত্রে তাদের সমান সুযোগ নিয়ে একাধিক লড়াই চলে। অভিযোগ ওঠে পুরুষদের তুলনায় কম সুযোগ পান নারীরা। কিন্তু প্যারিসের সিটি হলে হয়েছে অন্য বিপদ। এখানে শীর্ষ পদগুলোতে পুরুষদের তুলনায় বেশি নারী নিয়োগ করা হয়েছে। আর এর জেরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরিমানা করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে।
ফরাসি আইন অনুযায়ী, চাকরি ক্ষেত্রে লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে হয়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নারী ও পুরুষের সংখ্যার মধ্যে খুব বেশি হেরফের করা যাবে না। কিন্তু, এবার প্যারিসের সিটি হলের সর্বোচ্চ স্তরে নারীর সংখ্যা অনেকটা বেশি হয়ে যায়।