করোনার কারণে এপ্রিল–মে মাসে ঢাকা ও চট্টগ্রামে গাড়ির বিক্রয়কেন্দ্র বন্ধ ছিল। এ কারণে সে সময় কোনো গাড়ি বিক্রি হয়নি। এ ছাড়া আমদানি করা গাড়িগুলো বন্দরে আটকে থাকায় ব্যবসায়ীদের অতিরিক্ত মাশুলও গুনতে হয়েছে। সব মিলিয়ে করোনায় প্রায় ১ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীরা।
আর্থিক সংকটের কারণে মোংলা বন্দরে পড়ে থাকা আমদানি হওয়া রিকন্ডিশন্ড গাড়ির নিলাম এক বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। পাশাপাশি সংকট উত্তরণে ১ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিলেরও দাবি করেছে ব্যবহৃত বা রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের এই সংগঠনটি।