প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বড় ভাই মাহমুদ ইলাহী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল মঙ্গলবার কানাডার অটোয়াতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, মাহমুদ ইলাহী ১৯৬৪ সালে পাকিস্তান সেক্রেটারিয়েট সার্ভিসে যোগ দেন এবং আলজেরিয়া দূতাবাসে কর্মরত অবস্থায় ১৯৭৫ সালে চাকরি ত্যাগ করে বিদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি স্ত্রী এন মেরি ইলাহী এবং এক ছেলে রেখে গেছেন। ছেলে ড. পাসকেল ইলাহী একজন এস্ট্রোফিজিসিস্ট।