বাগেরহাট শহরে এবার আলোকসজ্জার মধ্যে দিয়ে বিজয় দিবস পালন করা হয়েছে। সরকারি অফিসগুলো আলোকসজ্জা মধ্যদিয়ে এবার অন্যরকম ভাবে মহান বিজয় দিবসে পালন করেছে। এভাবে সরকারী আলোকসজ্জা করায় চির চেনা বাগেরহাটের রাতের দৃশ্য সম্পূর্ন পাল্টে গেছে। লাল-সবুজ, নীল-হলুদ আলোয় আলোকিত হয়ে উঠেছে বাগেরহাট শহর।
মহান বিজয় দিবসে বাগেরহাটে সন্ধ্যা থেকে ভোর পর্যান্ত আলোয়-আলোয় ভরে ওঠে ডিসি অফিস ও ডিসির বাংলো, এসপি অফিস ও এসপির বাংলো-পুলিশ লাইন, বাগেরহাটে পূর্ব সুন্দরবন বিভাগের অফিস, বন বিভাগের অফিস, সড়ক, এলজিইডি, গনপূর্ত, বিদ্যুৎ, টিএন্ডটি, পরিবেশ ও কারাগারসহ জেলা সদরের সব অফিস।