দণ্ডিত যুদ্ধাপরাধীদের অর্ধেকই পলাতক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ১৭:১৯

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর গত এক দশকে ৯৫ জন যুদ্ধাপরাধীর দণ্ড হলেও তাদের অর্ধেকই পলাতক।নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধের বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এর এক বছরের মাথায় ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়।

নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধের বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এর এক বছরের মাথায় ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়।

গত ১০ বছরে এই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের ৪১টি মামলার রায় হয়। এসব মামলায় ১০৫ জন আসামির মধ্যে ৯৫ জনের সাজা হয়েছে। বিচার শেষ হওয়ার আগে আটজন কারাগারে চিকিৎসাধীন অবস্থায় এবং দুজন পলাতক অবস্থায় মারা গেছেন।

দণ্ডিতদের মধ্যে মৃত্যুদণ্ড হয়েছে ৬৯ জনের, এদের ৩৬ জনই পলাতক। পলাতক থাকা অবস্থায় মৃত্যুদণ্ডের এক আসামি মারা গেছেন। আর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ২৪ জনের মধ্যে ১২ আসামি পলাতক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us