নেতাজি স্মরণে কর্মসূচি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ০৫:০৭

২০২২-এ সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন ২০২১-এর ২৩ জানুয়ারি থেকেই শুরু করে দিচ্ছে মোদী সরকার। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বাঙালির অন্যতম আদর্শ ব্যক্তিত্বকে নিয়ে কেন্দ্রের এই উৎসাহ তাৎপর্যপূর্ণ বলেই রাজনীতিকরা মনে করছেন।

কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিংহ পটেল আজ এ বিষয়ে বৈঠকের পরে ঘোষণা করেছেন, এক বছর ধরে সুভাষচন্দ্রের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হবে। এই উপলক্ষে কলকাতায় সুভাষচন্দ্রের বিষয়ে সংগ্রহশালা তৈরি হবে। দিল্লির লাল কেল্লায় সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজের বিষয়ে সংগ্রহশালারও সম্প্রসারণ হবে। বিভিন্ন দেশে ভারতের দূতাবাস ও হাইকমিশনও নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালন করবে। সূত্রের খবর, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতৃত্ব দিতে আজাদ হিন্দ ফৌজের সেনানীদের আমন্ত্রণ জানানো হতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us