২০২২-এ সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন ২০২১-এর ২৩ জানুয়ারি থেকেই শুরু করে দিচ্ছে মোদী সরকার। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বাঙালির অন্যতম আদর্শ ব্যক্তিত্বকে নিয়ে কেন্দ্রের এই উৎসাহ তাৎপর্যপূর্ণ বলেই রাজনীতিকরা মনে করছেন।
কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিংহ পটেল আজ এ বিষয়ে বৈঠকের পরে ঘোষণা করেছেন, এক বছর ধরে সুভাষচন্দ্রের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হবে। এই উপলক্ষে কলকাতায় সুভাষচন্দ্রের বিষয়ে সংগ্রহশালা তৈরি হবে। দিল্লির লাল কেল্লায় সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজের বিষয়ে সংগ্রহশালারও সম্প্রসারণ হবে। বিভিন্ন দেশে ভারতের দূতাবাস ও হাইকমিশনও নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালন করবে। সূত্রের খবর, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতৃত্ব দিতে আজাদ হিন্দ ফৌজের সেনানীদের আমন্ত্রণ জানানো হতে পারে।