তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাল ইরান
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ২১:৩৪
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ মঙ্গলবার এক টুইটার বার্তায় বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ ও আন্তর্জাতিক আইনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আসক্তির বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। এ সময় তিনি তার টুইটার পোস্টে ‘প্রতিবেশীরাই অগ্রাধিকারী’ বাক্যটি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেন।
তিনি আরও বলেন, "আমরা তুরস্কের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানাই এবং আমরা দেশটির জনগণ এবং সরকারের পাশে আছি।”
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।