রাণীনগরে কষ্টিপাথরের গণেশমূর্তি উদ্ধার, গ্রেফতার ৩
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪৬
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে র্যাব-৫ এর একটি দল একটি গণেশমূর্তি উদ্ধার করেছে এবং এর সঙ্গে যুক্ত তিনজন পাচারকারীকে গ্রেফতার করেছে। রাজশাহীর সিপিসি-৩ র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার বড়গাছা
এলাকা হতে হতে অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের একটি গণেশমূর্তিসহ মূর্তি উদ্ধার করে। এসময় পাচারকারী আসামি ভান্ডারগ্রামের মহির উদ্দিনের ছেলে রশিদ (৩৫), রাজশাহী জেলার সাগরপাড়া গ্রামের মৃত-বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের ছেলে ওমর ফারুক (৪৭) ও একই জেলার দুর্গাপুর থানার গোপীনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারুক হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়।