আইআইটি মাদ্রাজে শতাধিক সংক্রমিত

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ০৪:৪৭

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দিন তিনেক ধরে ২৯-৩০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ২৭ হাজারে নেমে গিয়েছে। কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। এরই মধ্যে করোনা ক্লাস্টার পাওয়া গেল আইআইটি মাদ্রাজ-এ। এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া ও শিক্ষাকর্মী মিলিয়ে ১০৪ জন করোনা সংক্রমিত। চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের পঠন-পাঠনের জন্য ক্যাম্পাস খোলার পরে করোনা সংক্রমণের বিষয়টি সামনে আসে।

আইআইটি মাদ্রাজ-এর ক্যাম্পাসে মোট পড়ুয়ার সংখ্যা ৭৭৪। গত ১০ দিনে ৬৬ জন পড়ুয়া-সহ ৭১ জন সংক্রমিত হয়েছিলেন। আজ ৩৩ জনের করোনা রিপোর্ট পজ়িটিভ। সূত্রের খবর, সংক্রমিতদের অধিকাংশই ‘কৃষ্ণা’ ও ‘যমুনা’ হস্টেলের বাসিন্দা। এর পরে কোনও ঝুঁকি না নিয়ে গ্রেটার চেন্নাই কর্পোরেশন ক্যাম্পাসে বসবাস করা বাকি পড়ুয়াদের করোনা-পরীক্ষা করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us