বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার নীলনকশা কার্যকরের সময় চোখের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে যে মা-বাবাদের হত্যা করা হয়েছিল স্বাধীন বাংলায় সেই বাবা-মায়ের সন্তানদের বেড়ে ওঠার লড়াই এখনও অব্যাহত। স্বাধীনতার স্বাদ আস্বাদনের সুযোগ হয়নি তাদের জীবনে। অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ স্বাধীন দেশের যে স্বপ্ন দেখে নিহত হয়েছিলেন তাদের অবলম্বন, সেই স্বপ্নপূরণে কতটা সমর্থ হয়েছে বাংলাদেশ? শহীদসন্তানেরা বলছেন, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের আগে দিয়ে আমাদের নিজেদের পেছন ফিরে মূল্যায়নের সময় এসেছে। সেই মূল্যায়নের মধ্য দিয়ে যদি সুবর্ণজয়ন্তীর সময়ে আগামী কুড়ি বছরের পরিকল্পনা করা যায় তাহলে হয়তো পিছিয়ে পড়া জায়গাগুলোতে আমরা এগিয়ে যাব।
আশাহত না হলেও বারবার ধর্মনিরপেক্ষতার ইস্যুতে পিছিয়ে পড়াটাকে হোঁচটের জায়গা উল্লেখ করে তারা এও বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা লিখলে, তা যদি ধর্ম বা নারী সম্পর্কে হয়, তাহলে যে মন্তব্যগুলো আসে, তা বুঝিয়ে দিচ্ছে আমরা এখনও কতটা হিংস্র জীবন যাপন করছি।