চাঁদপুরের কচুয়ায় পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া এসিল্যান্ডকে (সহকারী কমিশনার ভূমি) মারধরের অপরাধে কচুয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় দশবছরের আগের ওই ঘটনায় দায়েরকৃত মামলায় চাঁদপুরের বিচারিক আদালতের কাউন্সিলরসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।রোববার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. কামাল হোসেনের আদালত এ রায় দেন। এতে দণ্ডপ্রাপ্তরা হলেন, কচুয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন (৩৬), স্থানীয় বাসিন্দা আওলাদ সরকার (৪২), ইমরান হোসেন (৪০), সোহাগ হোসেন (৩৫) এবং মো. বিল্লাল (৪২)।