নাইজেরিয়ায় স্কুলে সশস্ত্র দুর্বৃত্তদের হামলা, নিখোঁজ ৪০০ শিক্ষার্থী
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ২২:২১
নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যাটসিনা রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় এখনো প্রায় ৪০০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। সশস্ত্র দুর্বৃত্তরা গত শুক্রবার রাত ১০টার দিকে কিছু বন্দুকধারী অতর্কিতে ঢুকে গুলি চালায়।
জানা গেছে, ক্যানকারা এলাকায় অবস্থিত গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের বিদ্যালয়টিতে ঘটনার দিন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ স্থানে যেতে ছোটাছুটি শুরু করে। তারপর থেকে নিখোঁজ ৪০০ শিক্ষার্থী। ঘটনার পর শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন নিখোঁজ শিক্ষার্থীর উদ্বিগ্ন স্বজনেরা