পরিমাপে কারচুপির অপরাধে মেসার্স ক্যাব এক্সপ্রেস (বিডি) লিমিটেড নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিনুল এহসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, মেসার্স ক্যাব এক্সপ্রেস (বিডি) লিমিটেড ডিজেল পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৯০ ও ৫৬০ মিলিলিটার করে কম প্রদান করছে। জ্বালানি তেল পরিমাপে কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।