যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে মিঠাপানির মাছের আমদানি ও রপ্তানি—দুটিই বেড়েছে। বিশেষ করে ভারতে মিঠাপানির মাছের বেশি চাহিদা রপ্তানি বেড়ে যাওয়ার একটি কারণ। তবে মাছ উৎপাদনের সঙ্গে জড়িতদের আয়ের ওপর এর প্রভাব কম। এর কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করছেন প্রান্তিক পর্যায়ের মাছচাষিরা।
গত তিন এবং চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রায় ১ কোটি ৬২ লাখ কেজি মাছ রপ্তানি হয়েছে। এর বাজার মূল্য প্রায় ৫ কোটি ৪১ লাখ মার্কিন ডলার। একই সময়ে ভারত থেকে ১ কোটি ২৯ লাখ মার্কিন ডলার মূল্যের মাছ আমদানি হয়েছে। সেখানকার বাজারেও মাছের দাম কম বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।