সিবিআই হেফাজত থেকে গায়েব সোনা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ০৩:৪৬

সিবিআইয়ের হেফাজত থেকে খোয়া গিয়েছে বাজেয়াপ্ত করা ১০৩ কেজি সোনা! তার বাজার দর প্রায় ৪৩ কোটি টাকা। চেন্নাইয়ের এই ঘটনায় তামিলনাড়ু পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সিআইডি-কে তদন্তের নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এই ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়ে সিবিআই হাইকোর্টকে বলেছিল, তাদের নিজস্ব তদন্ত চলছে। স্থানীয় পুলিশ বিষয়টির তদন্ত করলে তাদের মর্যাদাহানি হবে। বিচারপতি পি এন প্রকাশ সেই যুক্তি মানেননি।

২০১২ সালে সুরানা কর্পোরেশন লিমিটেড নামে একটি সংস্থার অফিসে তল্লাশির সময়ে ৪০০.৪৭ কেজি সোনার বার ও গয়না বাজেয়াপ্ত করেছিল সিবিআই। তার মধ্যেই ১০৩ কেজি সোনার খোঁজ মিলছে না। সুরানা কর্পোরেশন বিদেশ থেকে সোনা-রুপো আমদানি করত। নিয়ম-বহির্ভূত ভাবে প্রচুর গয়না আমদানির অভিযোগ ওঠায় তাদের কাছে গয়না এবং বারের আকারে থাকা বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করেছিল সিবিআই। ওই সংস্থার অফিসেই আলমারি ও ভল্টে সিবিআই নিজেদের তালা দিয়ে ওই সোনা রেখেছিল। তদন্তকারী সংস্থার বক্তব্য, এর ৭২টি চাবি তারা চেন্নাইয়ের সিবিআই আদালতে জমা দিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us