জার্মানদের স্নো হোয়াইট রূপকথায় একটা আয়নার কথা ছিল। সে আয়না সবসময় সত্য কথা বলতো। ঠিক রূপকথা দ্বারা আয়নার জার্মানির বাভারিয়া অঞ্চলের লোর এলাকার লোকেরা প্রভাবিত হয়েছিল কিনা জানি না। তবে এই লোকেরা একসময় বিশ্বাস করতো যে, আয়না সর্বদা সত্য কথা বলে। তবে এমন একটা আয়না যদি পাওয়া যেতো, তবে মানুষকে চেনাটা খুব সহজ হতো। কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষকে চেনা। একটা পুরাতন সময়ের গান মনে পড়লো।