‘খুনের চেষ্টা’ স্ত্রীকে, গ্রেফতার

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ০৫:২১

স্ত্রীকে হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা থানা এলাকার রেল কলোনিতে। গুরুতর জখম অবস্থায় অর্পিতা দাস নামে ওই মহিলাকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দেবাশিসকুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

পুলিশ জানিয়েছে, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে কাজ করে দেবাশিস। ওই দম্পতির এক ছেলে রয়েছে। মাঝেমধ্যেই তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত। বৃহস্পতিবার দুপুরে সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, ওই দিন বচসা চলাকালীন দেবাশিস একটি হাতুড়ি বার করে স্ত্রীর মাথায় আঘাত করে। অর্পিতাদেবী মাটিতে পড়ে গেলেও তাঁর মুখে, হাতে ও বুকে এলোপাথাড়ি মারতে থাকে দেবাশিস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us