খুঁটির বদলে গাছে বিদ্যুতের তার

ইত্তেফাক প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ০৩:৩৬

ঈশ্বরগঞ্জ পৌরসভার ছয়টি গ্রামে গ্রাহকদের বিদ্যুত্ সংযোগ দিতে কনক্রিটের খুঁটির বদলে গাছ ও বাঁশ ব্যবহার করা হচ্ছে। পৌরসভার ঐ ছয় গ্রামে বিদ্যুতের খুঁটি না থাকায় মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, দত্তপাড়া, চর নিখলা, রহমতগঞ্জ, শিমরাইল, পাইভাকুড়ি, ধামদী, কাকনহাটি, নয়শিমুল, চর হোসেনপুর এই ৯টি গ্রাম নিয়ে গঠিত ঈশ্বরগঞ্জ পৌরসভা। এই ৯টি গ্রামের মধ্যে দত্তপাড়া, চর নিখলা, চর হোসেনপুর গ্রামে আংশিক এলাকায় বিদ্যুতের খুঁটি থাকলেও বাকি ছয়টি গ্রামে কোনো বিদ্যুতের খুঁটি নেই। উপজেলা আবাসিক বিদ্যুত্ প্রকৌশল বিভাগের তথ্য মতে, সংশ্লিষ্ট গ্রামগুলোতে প্রায় ৯ হাজার বিদ্যুত্ গ্রাহক রয়েছেন। তারা নিয়মিত বিদ্যুৎ বিলও পরিশোধ করে আসছেন। কিন্তু তাদের বাড়ির কাছে কোনো বিদ্যুতের খুঁটি নেই। গ্রাহকরা বিদ্যুতের মেইন লাইন থেকে এলটি সার্ভিস ড্রপ তার দিয়ে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন গাছপালা ও বাঁশকে খুঁটি হিসেবে ব্যবহার করে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us