‘শীতের কাপড় কেনার টাকা নাই, তাই খ্যাতা গাত দিয়া থাকি’
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১৮:৩১
টানা কয়েকদিন থেকে উত্তরের জেলা কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বয়ে যায় জেলার উপর দিয়ে। মাঝ রাত হতে গুড়ি-গুড়ি বৃষ্টির মতো কুয়াশা আর উত্তরের হীম ঠান্ডায় চরম ভোগান্তিতে দিন কাটছে নিম্ন আয়ের মানুষজনের। এছাড়াও বৃহৎ নদ-নদীময় জেলায় পাঁচ শতাধিক চরাঞ্চলবাসীও ঠান্ডায় বিপাকে পড়েছেন।
চলতি বছর জেলার উপর দিয়ে ছোট-বড় ছয় দফা বন্যায় ব্যাপক ফসলহানিতে গৃহস্তসহ প্রান্তিক চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। বন্যায় আবাদি অনেক কৃষি জমিতে বালু পরে ঢেকে গেছে। নদী ভাঙনের শিকার প্রায় আট হাজার পরিবার রাস্তা, বাঁধ এবং বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়ে আছেন পুনর্বাসনের প্রহর গুণছেন তারা।