বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপি সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার পরে উত্তপ্ত রাজ্য থেকে জাতীয় রাজনীতি। দলের প্রধানের উপরে হামলা চালানো নিয়ে ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের কাছে রিপোর্ট তলব করে তাঁর দফতর। এ বার রাজনৈতিক ভাবে সেই হামলার জবাব দিতে নিজেই বাংলায় আসছেন অমিত। রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ১৯ ও ২০ ডিসেম্বর দু’দিন কলকাতায় থাকবেন তিনি।
বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন নড্ডা। কিন্তু আমতলা থেকে শিরাকোলের দিকে এগোনোর সময় দফায় দফায় বাধার মুখে পড়ে তাঁর কনভয়। অভিযোগ, এলোপাথাড়ি ইট, লাঠিসোটা উড়ে আসতে শুরু করে। কৈলাস বিজয়বর্গীয়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর।