সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মিত গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর সড়কের নারায়ণপুর বাজার ও শীতলক্ষ্যা নদীসংলগ্ন প্রায় আধা কিলোমিটার সড়ক ধসে গেছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কাপাসিয়া-শ্রীপুর সড়কের ওই স্থানে এ পর্যন্ত চারবার ধসের ঘটনা ঘটেছে। প্রথমবার ১৯৬৪ সালের ফেব্রুয়ারি মাসে, দ্বিতীয়বার ২০০৩ সালের ফেব্রুয়ারিতে, তৃতীয়বার ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এবং সর্বশেষ শুক্রবার ভোর রাতে একই এলাকায় ভূমি ধসের ঘটনা ঘটে।