আজ ১১ ডিসেম্বর। টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস। প্রতিবছরের এদিনে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। কিন্তু এখনো সংরক্ষণ করা হয়নি ৭১'র সম্মুখ সমরের স্থানগুলো। মুক্তিযোদ্ধারাও সেই সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন।
জানা গেছে, ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা পাক হানাদার বাহিনীর কবল থেকে টাঙ্গাইলকে মুক্ত করে। এদিন সন্ধ্যায় কাদেরিয়া বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা।