দিনাজপুরে অযত্ন-অবহেলায় বধ্যভূমি, রণাঙ্গন এখন আবাদি জমি!
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ০৯:০০
দিনাজপুর জেলা শহর থেকে ৯ কিলোমিটার দক্ষিণে আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা জমিদারবাড়ি। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর সেখানে ক্যাম্প করে বাঙালি আর্মি, ইপিআর ও মুক্তিবাহিনীর সদস্যরা। ক্যাম্পের দেড় হাজারেরও বেশি সংখ্যক সদস্যের পাশাপাশি একই স্থানে আশ্রয় নিয়েছিল জেলা শহরসহ বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষেরা। তবে ক্যাম্প স্থাপনের কিছুদিন পর সংবাদ পেয়ে ক্যাম্পে হামলার পাশাপাশি বোমা ও সেল নিক্ষেপ করে হানাদার বাহিনী।
এতে অনেকেই নিহত হন। এছাড়া মুক্তিযুদ্ধের শেষের দিকে ১৪ ডিসেম্বর একই এলাকায় মাইন বিস্ফোরণে মিত্রবাহিনীর দুটি ট্রাক উড়ে যায়। তখন প্রায় শতাধিক সেনার মৃত্যু হয়। নিহত মুক্তিযোদ্ধা কিংবা মিত্রবাহিনীর সদস্যদের কবর দেওয়া হলেও অনেকের কবর এখনও চিহ্নিত করা হয়নি। উদ্যোগ নেই মুক্তি সেনাদের ক্যাম্প জমিদারবাড়ির ধ্বংসাবশেষ সংরক্ষণের।