কাশিয়ানীতে খোলাবাজারে দাম বেশি, তাই সরকারি গুদামে চাল দেননি মিলাররা
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১১:৩৪
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বোরো ধান সংগ্রহ ২০২০ মৌসুমে মিল মালিকরা চুক্তি করে সরকারি খাদ্যগুদামে চাল না দেয়ায় সংগ্রহের লক্ষ্যমাত্র পূরণ হয়নি। খোলা বাজারে ধান-চালের দাম বেশি পাওয়ায় এসব মিলাররা সরকারি গুদামে চাল সরবরাহ করেননি। ফলে সংগ্রহ লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ হয়নি। এতে সংকটে পড়েছে সরকারি খাদ্য গুদামগুলো। ব্যাহত হতে পারে সরকারি বিভিন্ন রিলিফ কার্যক্রম।
কাশিয়ানী উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৮৫৬ মেট্রিক টন। সেখানে সংগ্রহ করা হয়েছে মাত্র ৩ শ মেট্রিক টন। ধান সংগ্রহের লক্ষ্যমাত্র ছিল ১ হাজার ৫৮৩ মেট্রিক টন। সেখানে সংগ্রহ করা হয়েছে ১ হাজার ১০ মেট্রিক টন।