চাকরিদাতাদের চাহিদায় দক্ষ জনবল তৈরি হচ্ছে না: শিক্ষা উপমন্ত্রী
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১১:২২
দেশের বেকার সমস্যা সমাধানে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন জরুরি বলে মনে করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠান যে ধরনের দক্ষ ও যোগ্য জনবল চায়, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সে ধরনের দক্ষ ও যোগ্য জনবল সরবরাহ করতে পারছে না। চাকরিদাতারা বলছেন, তাঁরা যোগ্য লোক পাচ্ছেন না, অপর দিকে অনেক শিক্ষিত যুবক চাকরি পাচ্ছেন না। এর মানে হলো আমরা চাকরিদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি করতে পারছি না। তাই শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একধরনের সংযোগ স্থাপন জরুরি। যাতে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কারিকুলাম পরিবর্তন করতে পারে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যারোনটিক্স অ্যান্ড অ্যারোস্পেস শিল্পে ইউরোপের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান এয়ারবাস কোম্পানির সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন। ফ্রান্স, জার্মানি ও স্পেনের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্যের হাইকমিশনারসহ এয়ারবাসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত ছিলেন।