সেশনজট নিরসন, বিশেষ পরীক্ষার রুটিন প্রকাশ, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা দূরীকরণসহ ৬ দফা দাবি কার্যকর না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা৷ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধনে অংশ নিতে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা৷ পরে পুলিশি বাধায় শিক্ষার্থীরা সেখান থেকে সরে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করে৷