মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল লাগাতার চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়ে বার বার ব্যর্থ হচ্ছেন ডুনাল্ড ট্রাম্প। একাধিক রাজ্যের আদালত তাঁর আবেদন নাকচ করে দিয়েছে। এবার সুপ্রিম কোর্টও ট্রাম্পের যুক্তি খারিজ করে পেনসিলভেনিয়া রাজ্যে ভোটের ফলাফল মেনে নিল। এমনকি ট্রাম্প নিযুক্ত তিন জন রক্ষণশীল বিচারপতিও সেই রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেননি।
আদালত রায়ের কোনো ব্যাখ্যাও দেয়নি। সেইসঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কে না জড়ানোর ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে রিপাবলিকান দলের নেতৃত্বে টেক্সাস রাজ্য প্রশাসনের আবেদনও খারিজ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।