অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ায় কাজলকে চিনতে পারছেন না কেউ
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ১৬:০৬
সানি দেওল থেকে নীতু কাপুর কিংবা বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন। বলিউডে একের পর এক তারকার শরীরে থাবা বসাচ্ছে কোভিড। শুরুটা হয়েছিল কণিকা কাপুরকে দিয়ে। এরপর অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনরা আক্রান্ত হন করোনায়। এবার সেই জালে জড়িয়ে পড়লেন কাজলও? সম্প্রতি এমনই গুঞ্জনই শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে।
কাজল কি করোনায় আক্রান্ত হয়েছেন? সম্প্রতি এমন গুঞ্জন ছড়ালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তার জবাব দেন অভিনেত্রী নিজে। কাজল বলেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে অনেক খবর ছড়াচ্ছে। আসলে লকডাউনের মধ্যে তিনি বাড়িতে ছিলেন পরিবারের সঙ্গে। ওই সময় তিনি অনেক ওজন বাড়িয়ে ফেলেছেন। তার ওজন এত পরিমাণে বেড়েছে যে নিজের মোবাইল ফোনই তাকে চিনতে পারছে না বলেও মন্তব্য করেন কাজল।