সাদা দেয়ালের ঘরটির ওপরে লাল টিনের ছাউনি। নতুন ভবন তাই ঝকঝকে–তকতকে। সামনের উঠানে গোলপাতা আর বাঁশের তৈরি গোল ঘর সেখানে। আরেকটি তৈরি হচ্ছে। মূল ভবনে কয়েকটি ঘর। সব ঘরেই কম্পিউটার, ওয়েবক্যাম, ল্যাপটপ, বড় পর্দার মনিটর বা স্মার্টটিভি। বিকেল হতেই একজন-দুজন করে আসতে শুরু করলেন।
স্বাস্থ্যকর্মীর সামনে বসে শারীরিক সমস্যার কথা বললেন। চিকিৎসা সহকারীর (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) সামনে মনিটর আর ওয়েবক্যাম। ইন্টারনেটের মাধ্যমে সেখানে যুক্ত খুলনার বিশেষজ্ঞ চিকিৎসক। রোগীর সঙ্গে তিনিও কথা বললেন। দরকারি পরামর্শ দিলেন।