বড় ভাই-ভাবিকে জমি দেওয়ায় বাবাকে খুনের কথা স্বীকার যুবকের
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ১২:২৬
বড় ভাই ও ভাবিকে জমি নিবন্ধন করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাবাকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মোজাহার আলী (৩২) নামের এক যুবক। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ভটখালী গ্রামে।
বাবা মাহমুদ আলী শাহকে (৬২) হত্যায় মা আনোয়ারা বেগম (৫০) ও স্ত্রী জান্নাতুন নেসা (২২) তাঁকে সহায়তা করেছেন বলে দাবি করেছেন তিনি।গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।