এভারেস্টের উচ্চতা বেড়েছে, প্রথমবারের মত চীন ও নেপালের মতৈক্য - BBC News বাংলা

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ২১:১৬

কোন কোন ভূতত্ত্ববিদ মনে করেন ২০১৫ সালের ভূমিকম্পের পর এভারেস্টের উচ্চতা বদলেছে

নেপাল এবং চীন যৌথভাবে ঘোষণা করেছে যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা আগের সরকারি পরিমাপের চেয়ে ৮৬ সেন্টিমিটার বেড়েছে।

দুই দেশ এভারেস্টের নতুন যে উচ্চতায় একমত হয়েছে সেটি হল ৮,৮৪৮ দশমিক ৮৬ মিটার। এর আগে এভারেস্টের উচ্চতা মাপার ক্ষেত্রে পর্বতচূড়ার তুষারসহ উচ্চতা মাপা হবে কিনা তা নিয়ে দুই দেশের মধ্যে মতানৈক্য ছিল।

এর আগে চীন তার সরকারি পরিমাপে এভারেস্টের উচ্চতা ঘোষণা করে ৮,৮৪৪ দশমিক ৪৩ মিটার, যা ছিল নেপালের হিসাবের চেয়ে চার মিটার কম।

এভারেস্ট চীন এবং নেপালের সীমান্তে এবং দুটি দেশ থেকেই পর্বতারোহীরা এভারেস্টে ওঠেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জরিপ বিভাগ জানিয়েছে এভারেস্টের নতুন উচ্চতা মাপতে দুই দেশ সমন্বিতভাবে কাজ করেছে এবং মাপার পদ্ধতি নিয়ে মতৈক্যের ভিত্তিতে তারা কাজ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us