ফাইজারের টিকার সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত করেছে এফডিএ
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ২০:৫৩
যুক্তরাষ্ট্রে করোনা টিকার অনুমোদন পেতে এক ধাপ এগিয়ে গেল দেশটির ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেক। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) উদ্ভাবিত এই টিকার সুরক্ষা ও কার্যকারিতার বিষয়ে নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এফডিএ জানিয়েছে, করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা অত্যন্ত কার্যকরী। এটি প্রয়োগে সুরক্ষাজনিত কোন সমস্যা নেই। সংস্থাটি আরো জানায়, টিকাটির মান ও উপাত্ত সর্বাধিক বিস্তারিত এবং স্বাধীনভাবে পর্যালোচনা করেই এর সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
এদিন বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের ৯০ বছর বয়সী এক নারী বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে টিকাটি গ্রহণ করেন।