বরখাস্ত মিজান ও বাছিরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ২০:০৪
দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির এবং পুলিশের বরখাস্ত হওয়া ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। ২১ ডিসেম্বর এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ।
ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক শেখ নাজমুল আলম এই তারিখ ঠিক করেন। আদালত সূত্র বলছে, এই মামলার সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণের শুনানি পিছিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণ উপলক্ষে আজ মঙ্গলবার কারাগার থেকে মামলার ওই দুই আসামিকে আদালতে হাজির করা হয়।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, এই মামলার মোট সাক্ষীর সংখ্যা ১৭। এখন পর্যন্ত এই মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত ১৮ মার্চ খন্দকার এনামুল বাছির ও মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঘুষ লেনদেনের মামলায় গত ১৯ জানুয়ারি ডিআইজি মিজানুর রহমান এবং দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ১৯ আগস্ট এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।