মাদারীপুরের রাজৈরে একটি আহত ঈগল উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে এটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার বিকালে উপজেলার নয়াকান্দি গ্রামের আবদুর রহিম তার বাড়ি থেকে ঈগলটি উদ্ধার করেন। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তারা নিয়ে যান।
মাদারীপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, নয়াকান্দি গ্রামে ‘দেশীয় বিপন্ন প্রজাতির’ একটি ঈগল আহত অবস্থায় মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়। পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একেএম আনোয়ারুল হকের নেতৃত্বে পাখিটির চিকিৎসার ব্যবস্থা করা হয়।