আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক মৃত্যুর হার ৩৩০% বেড়েছে
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৩১
যুক্তরাষ্ট্র ও এর মিত্র শক্তিগুলোর চালানো বিমান হামলায় আফগানিস্তানে ২০১৭ সাল থেকে বেসামরিক মৃত্যুর হার ৩৩০ শতাংশ বেড়েছে বলে মার্কিন এক গবেষণায় জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্টস অব ওয়ার প্রজেক্ট’ নামক ওই গবেষণা জানিয়েছে, শুধু ২০১৯ সালেই প্রায় ৭০০ বেসামরিক নিহত হয়েছিলেন।
নিউ ইয়র্কে ৯/১১ হামলার জেরে ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আক্রমণের পর থেকে বিমান হামলায় এক বছরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ছিল সেটি।
যুক্তরাষ্ট্র ২০১৭ সালে তাদের লড়াইয়ের নিয়ম শিথিল করার কারণেই এমনটি ঘটে বলে জানিয়েছে গবেষণা দলটি।