ম্যারাডোনার সম্পত্তি পাওয়ার লড়াইয়ে ৬ নারী, ১০ সন্তান

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ১৩:৩২

নভেম্বরের শেষদিকে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। চোখ-ধাঁধানো ফুটবল খেলে বিপুল অর্থ কামিয়েছিলেন তিনি, হয়েছিলেন বহু সম্পত্তির মালিক। তিনি মারা যাওয়ার পর এসব সম্পত্তি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। কে হবে ম্যারাডোনার সম্পত্তির উত্তরাধিকারী তা নিয়ে এরই মধ্যে উঠেছে প্রশ্ন।
মূলত ম্যারাডোনার ব্যক্তিগত জীবনে বহু নারীর আসা-যাওয়া এবং তাদের গর্ভজাত সন্তানদের কারণেই এই জটিলতা সৃষ্টি হতে পারে। তার সন্তান কতজন, সম্পত্তির সঠিক পরিমাণই বা কত সেসব নিয়েও চলছে গুঞ্জন।

ম্যারাডোনার কি আট সন্তান, নাকি আরও বেশি?

ম্যারাডোনার ছিল এক বিশাল পরিবার। ছয়জন নারীর সাথে কয়েক দশকব্যাপী রোমান্টিক সম্পর্কের সূত্রে তাদের গর্ভে কমপক্ষে আট সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মনে করা হচ্ছে, তার সম্পত্তি এই সন্তানদের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে। কিন্তু আর্জেন্টিনার আইন বিশেষজ্ঞ এবং সাংবাদিকরা বলছেন, ম্যারাডোনা কোনো উইল করে গেছেন বলে জানা যায়নি। তাই তার সম্পত্তির উত্তরাধিকারী ঠিক করাটা কোন সহজ ব্যাপার হবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us