মা হওয়ার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। এরপর ফের কাজ শুরু করেছেন নায়িকা কোয়েল মল্লিক। কখনও রিয়্যালিটি শোয়ের শুটিং করছেন কোয়েল, আবার কখনও নতুন ছবির। সবকিছু মিলিয়ে মা হওয়ার পর থেকে ফের বেজায় ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। এসবের মাঝেই পুরনো ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী।
যেখানে কোয়েলের গায়ে হলুদের ভিডিও দেখা যায়। কোয়েল জানান, ঘরে অ্যান্ড বাইরের শুটিংয়ের সময় ওই ভিডিও শুট করা হয়। এবার সেই পুরনো ভিডিওই শেয়ার করেন অভিনেত্রী। পুরনো শুটের কথা মনে করেই ঘরে অ্যান্ড বাইরের গায়ে হলুদের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। মা হওয়ার পর হঠাৎ কোভিডে আক্রান্ত হন কোয়েল মল্লিক।