বন্‌ধে হাজিরা: নেই সরকারি নির্দেশিকা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ০৫:৩৫

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্‌ধের প্রভাব আজ, মনঙ্গলবার পড়তে পারে রাস্তা ঘাটে। রাজ্য প্রশাসন সরাসরি বন্‌ধের পক্ষে না হলেও কৃষকদের আন্দোলনকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। এর মধ্যে বন্‌ধের দিন সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করতে আগের মতো অর্থ দফতর নির্দেশিকা প্রকাশ না করায় জল্পনা আরও জলবাতাস পেয়েছে।

অতীতে অন্যান্য বন্‌ধের দিন অফিসে সরকারি কর্মচারীদের হাজিরা নিশ্চিত করতে নির্দেশিকা প্রকাশ করত অর্থ দফতর। তাতে বলা হত, সব সরকারি এবং সরকার পোষিত অফিস খোলা থাকবে, উপস্থিত থাকতেই হবে কর্মীদের (গত বন্‌ধে বলা হয়েছিল, রস্টার অনুযায়ী যাঁদের অফিস রয়েছে তাঁদের উপস্থিতি বাধ্যতামূলক), ধর্মঘটের দিন অর্ধদিবস, পূর্ণ দিবস অথবা অন্য কোনও ছুটি মঞ্জুর হবে না, হাজিরা না থাকলে সংশ্লিষ্ট কর্মীর ‘ডায়েস নন’ হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us