গত কয়েকদিন থেকেই ভারতে ফের সোনার দাম বাড়ছে। স্বাভাবিকভাবেই তাতেই হতাশ গয়নাপ্রেমীরা। কারণ কোভিডের ভ্যাকসিন আবিষ্কারের পরে অর্থনীতি চাঙ্গা হলে সোনার দাম আরও কমবে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু আমেরিকা সরকারের দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজ ঘোষণার সম্ভাবনার হাওয়ায় ভর করে বিশ্ব বাজারে এই ধাতুর দাম বাড়ছে। এমনই ঘটনা ঘটেছিল গত অগস্ট মাসে। সেই বারও হোয়াইট হাউজ স্টিমুলাস প্যাকেজের দৌলতে রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছিল সোনার দাম।
যদিও বিশেষজ্ঞদের মতে, গয়না কেনার প্রয়োজন হলে এই সময়ই একেবারে মন্দ নয়। এক্ষেত্রে তাঁদের যুক্তি, গত অগস্ট মাসে কলকাতার বাজারে ২৪ ক্যারেট গয়নার সোনার দাম ৫৩ হাজারের রেখা টপকে গিয়েছিল। আর ২২ ক্যারেট সোনার দাম পৌঁছে যায় সাড়ে ৫২ হাজারের ঘরে। সে দিক থেকে দেখলে এই মুহূর্তে সোনার দর তুলনামূলকভাবে নীচে আছে।