সমর্থন বাড়ছে কৃষকদের পক্ষে, মঙ্গলে সর্বাত্মক ভারত বনধের সম্ভাবনা

এইসময় (ভারত) প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ২০:৪৫

কোনও আলোচনা নয়। শনিবার দিল্লিতে বিজ্ঞান ভবনের বৈঠকে এ ভাবেই সরকারপক্ষকে 'আল্টিমেটাম' দেন ৪০টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকের ভিতরে হোক বা বাইরে, তাঁদের একটাই দাবি, 'তিনটি কৃষি আইন বাতিল করতেই হবে। অন্য কোনও শর্তে আলোচনা অর্থহীন।' সূত্রের দাবি, সরকারপক্ষ সোমবারই ফের আলোচনায় বসতে চাইলেও, কৃষকরা বলেন, ৯ তারিখ বৈঠক ডাকতে। শেষ পর্যন্ত সেই তারিখই চূড়ান্ত হয়। অর্থাৎ, মঙ্গলবার কৃষক সংগঠনগুলির ডাকে দেশজোড়া বনধ হচ্ছেই। এরই মধ্যে বিরোধীরা কার্যত একজোট হয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে বনধ সমর্থনের কথাও জানালেন।

ইতিমধ্যেই কংগ্রেস, ডিএমকে, আরজেডি, সমাজবাদী পার্টি, জম্মু-কাশ্মীরের গুপকর জোট, বাম দলগুলি সম্মিলিতভাবেই কৃষকদের ভারত বনধের সমর্থনে বিবৃতি জারি করল। বিরোধীদের সেই বিবৃতিতে জানানো হয়েছে, 'আমরা আমাদের সর্বত সমর্থন দিচ্ছি কৃষকদের জন্য। ৮ ডিসেম্বর কৃষকদের ডাকা বনধেও সমর্থন জানাচ্ছি। তিনটি কৃষি আইন কেন্দ্রকে প্রত্যাহার করতেই হবে। সংসদে অগণতান্ত্রিকভাবে এই তিনটি বিল পাশ করায় সরকার। আলোচনা, ভোটের তোয়াক্কা না করে সংসদে বিল পাশ করিয়ে ভারতের কৃষিব্যবস্থা ও কৃষকদের জীবন ধ্বংস করে দিতে চাইছে সরকার আর কর্পোরেটদের হাতেই ক্ষমতা তুলে দিতে চাইছে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us