মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে হাত-পা বেঁধে নির্যাতন
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ২০:৩৬
নারায়ণগঞ্জ শহরের টানবাজার শাখার অগ্রণী ব্যাংকের ম্যানেজার শাহাদাতকে চিকিৎসার নামে নির্যাতনের অভিযোগ উঠেছে দিপ্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নিরাময় কেন্দ্রের পরিচালক খোকনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে সদর উপজেলার জালকুড়ি এলাকায় দিপ্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে হাত-পা বাঁধা ও ন্যাড়া অবস্থায় ওই ব্যাংক কমকর্তাকে উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ । উদ্ধার হওয়া ব্যাংক কর্মকর্তা শাহাদাত উপজেলার সদর থানার ডনচেম্বার এলাকার হাবিবুল্লাহ মাস্টারের ছেলে।