মাঝ আকাশেই জ্বালানি যোগান দেবে এই বিমান, ফ্রান্সের থেকে কিনতে পারে ভারত
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১৯:৫১
মাঝ আকাশেই যুদ্ধবিমানে জ্বালানি ভরা যাবে এই বিমান থেকে। আবার বিমানটি ব্যবহার করা যাবে যাত্রী নিয়ে যাওয়ার এয়ার অ্যাম্বুল্যান্স হিসাবেও। এয়ারবাস ৩৩০ এমএমআরটি এমনই একটি বিশেষ বিমান। ভারতীয় বিমান বাহিনী ফ্রান্সের থেকে এমনই ৬টি বিমান কেনার কথা ভাবছে। আন্তর্জাতিক বাজার করোনার কারণে এখন অনেকটাই নিম্নমুখী। তাই এই সময়ে এই ‘মিড এয়ার রিফুয়েলারস’ কিনতে পারলে লাভ হবে ভারতেরই, মনে করছেন অনেকে।
ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন প্রধানের মতে, এই বিমানের ডানা দুটি সাধারণের থেকে আকারে বড়। সেই কারণে এটির থেকে বিশেষ পাইপ সংযুক্তির মাধ্যমে একসঙ্গে দুটি যুদ্ধ বিমানে জ্বালানি দেওয়া সম্ভব। এ ছাড়া এটিতে ২৬০ জনকে বহন করাও সম্ভব হবে। সে ক্ষেত্রে কার্গো অর্থাৎ মালবহনের জায়গায় তেল রাখা যাবে। আবার এটিকে এয়ার অ্যাম্বুলেন্স হিসাবেও উদ্ধারকাজে ব্যবহার করা সম্ভব হবে। চাইলে এই তিনটি পরিষেবা একসঙ্গে নেওয়াও সম্ভব।